এই আত্মবিশ্বাস এশিয়া কাপ ও বিশ্বকাপে দলের সঙ্গী হবে: সাকিব

খেলাধুলা ডেস্ক: আফগানদের বিপক্ষে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে সিরিজ হাতছাড়া হয়েছে বাংলাদেশের। কিন্তু ওয়ানডের ব্যর্থতা ভুলে সবচেয়ে দুর্বোধ্য ফরম্যাট টি-টোয়েন্টিতে ঠিকই সফলতার দেখা পেয়েছে টিম টাইগার্স। আফগানিস্তানের বিপক্ষে ১১৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লিটন-আফিফের ঝড়ো ব্যাটিংয়ে ছয় উইকেটের জয় পায় সাকিবের দল। আর তাতেই ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।

Islami Bank

ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো কিছুর আশায় সাকিব বলেন, ‘ওয়ানডে দলে যারা খেলে, তাদের অনেকেই এ টি-টোয়েন্টি দলেও আছে। ফলে ওরা এখান থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপে যাবে।’

আরও পড়ুন>> আফগানদের গুঁড়িয়ে টাইগারদের সিরিজ জয়

one pherma

রান তাড়া করতে নেমে মিডেল ওভারে ৯ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তারপরও সাকিবের বিশ্বাস ছিল জিতবে তার দল, ‘হুটহাট কয়েকটি উইকেট পড়ে গেলেও নার্ভাস হওয়ার মতো কিছু আসলে ছিল না। আমাদের শুরুটা যেরকম হয়েছিল, জানতাম যে আমরা সব সময় ওদের চেয়ে এগিয়ে আছি। মাঠের যে কন্ডিশন ছিল, ওদের স্পিনারদের জন্য কাজটা কঠিন হবে, এটা জানতাম।’

বোলিং আক্রমণে হাসান মাহমুদকে প্রশংসায় ভাসালেন সাকিব। তিনি বলেন, ‘আমার কাছে তো মনে হয়েছে, তাসকিনের চেয়ে হাসান ভালো বল করেছে। আমরা যারা পাঁচ-ছয় জন আছি, তাদের কাজই ব্যাটসম্যানদের কাজটা সহজ করা।’

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us