মমেকে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, ভর্তি ৭২

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরিফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে।

Islami Bank

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. জাকিউল ইসলাম।

আরও পড়ুন>> দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ

one pherma

তিনি বলেন, বর্তমানে হাসপাতালে ৭২ জন রোগী চিকিৎসাধীন আছেন। এরমধ্যে পুরুষ ৫৭ জন, নারী ১১ জন ও চারজন শিশু রয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন ভর্তি এবং ১৪ জন ছাড়পত্র নিয়ে বাড়ি চলে গেছেন।

উপপরিচালক আরও বলেন, গত ১৫ দিনে মৃত চারজনের মধ্যে আরিফ ময়মনসিংহ নগরীর, বিলকিস আক্তার নেত্রকোণার দুর্গাপুর উপজেলার এবং আসমা বেগম ও আব্দুর রাজ্জাক ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us