সাজিদুর রহমান সজিব: উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সরকারি বাঙলা কলেজ শিক্ষক পরিষদের কার্যনির্বাহী পরিষদ ২০২৩-২৪ নির্বাচন। এতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মিটুল চৌধুরী। এ নিয়ে টানা দ্বিতীয় বারের মতো সম্পাদক নির্বাচিত হলেন তিনি। পদাধিকারবলে কলেজ অধ্যক্ষ পরিষদের সভাপতি ও উপাধ্যক্ষ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
বুধবার (১৯ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে বাঙলা কলেজের শিক্ষকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোট শেষে বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর সাবরিনা ইশরাত।
ঘোষিত ফলাফলে সাধারণ সম্পাদক পদে অধ্যাপক মিটুল চৌধুরী ৯৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
আরও পড়ুন>> শিগগিরই কমিটি পাচ্ছে বাঙলা কলেজ ছাত্রলীগ, বিজ্ঞপ্তি প্রকাশ
নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম। বিনোদন ও ক্রীড়া সম্পাদক পদে ১০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের প্রভাষক প্রসেনজিৎ গাইন।
নির্বাহী সদস্য অধ্যাপক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রফেসর সামসুন নাহার। ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মো নওসের আলী ২১ ভোট পেয়ে নির্বাহী সদস্য সহযোগী অধ্যাপক পদে নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য প্রভাষক পদে ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রভাষক সায়লা ইয়াসমিন প্রিয়া।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক আব্দুল মুকিত, দপ্তর সম্পাদক হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদা সুলতানা এবং নির্বাহী সদস্য সহকারী অধ্যাপক পদে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউর রহমান নির্বাচিত হয়েছেন।
বাঙলা কলেজের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দ্বিতীয় বারের মতো সম্পাদক পদে বিজয়ী অধ্যাপক মিটুল চৌধুরী।
উল্লেখ্য, সরকারি বাঙলা কলেজের নতুন উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মিটুল চৌধুরী। এর আগে তিনি কলেজটির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে ছিলেন।
বুধবার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অধ্যাপক মিটুল চৌধুরীকে সরকারি বাঙলা কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এ আদেশ আগামী ১১ আগস্ট থেকে কার্যকর হবে।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.