দিন কয়েক আগেই বাংলাদেশের মাটিতে টেস্ট, ওয়ানডে এবং টি-২০ সিরিজ শেষ করে নিজ দেশে ফিরেছে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল। ওয়ানডে সিরিজ জিতলেও টেস্ট এবং টি-২০তে দাপট দেখিয়েছে টাইগাররা। এবার চূড়ান্ত হয়েছে বাংলাদেশের আফগানিস্তান সফরের ফিরতি সূচি।
আগামী বছরের জুলাই-আগস্টে আফগানিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। আফগানিস্তানের নির্দিষ্ট কোনো হোম ভেন্যু না থাকায় সিরিজটি ভারত কিংবা দুবাইয়ে অনুষ্ঠিত হতে পারে। পূর্ণাঙ্গ সিরিজ খেলার লক্ষ্যেই আফগানিস্তান সফরে যাবে বাংলাদেশ।
আরও পড়ুন>> ডেঙ্গুতে মৃত্যু ৯, হাসপাতালে ১৭৫৫
এ সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি করে টি-২০ খেলবে বাংলাদেশ। এই পূর্ণাঙ্গ সিরিজ এফটিপির অংশ। ২০২৩-২৪ মৌসুমে আফগানিস্তান হোম সিরিজ খেলবে ৭টি। বাংলাদেশ ছাড়াও হোম সিরিজে তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো বড় দলকে আতিথ্য দেবে।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.