শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টের ষড়যন্ত্র হচ্ছে: বাঙলা কলেজ অধ্যক্ষ

শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্টের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন।

বিএনপির পদযাত্রা থেকে সরকারি বাঙলা কলেজে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে কলেজ প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীদের ব্যানের অনুষ্ঠিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন ।

রোববার (২৩ জুলাই) সরকারি বাঙলা কলেজের প্রধান ফটকে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন>> রাজধানীর বাঙলা কলেজের সামনে বিএনপি-ছাত্রলীগ সংঘর্ষ

প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন বলেন, একটি শান্তিপূর্ণ ক্যাম্পাস এবং গুণগত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সরকারি বাঙলা কলেজ ইতোমধ্যেই সুনাম অর্জন করেছে। এরকম একটা ক্যাম্পাসে এসে অতর্কিত পরিকল্পনা মাফিক হামলা চালানোর ঘটনা আমরা ভালোভাবে নিচ্ছি না। আমরা মনে করি, শিক্ষার এই সুন্দর ও সুষ্ঠু পরিবেশকে নষ্ট করার ষড়যন্ত্র হচ্ছে।

তিনি আরও বলেন, গত ১৮ জুলাই নিয়মিতভাবেই আমাদের ক্লাস চলছিল, আমাদের শিক্ষকরা ক্লাসে ব্যস্ত ছিল, অভ্যন্তরীণ পরীক্ষা চলছিল। ঠিক সেই মূহুর্তে বেলা সাড়ে এগারোটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পথযাত্রা থেকে আমাদের শান্তিপূর্ণ ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদেরকে মিছিলে যাওয়ার জন্য জোর করা হয়। মিছিলে না যাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। সাধারণ শিক্ষার্থীদের মারধর করা হয়। আমাদের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়। আমাদের পাঁচজন ছাত্র হাসপাতালে ভর্তি রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সেলিমা আলম, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মিটুল চৌধুরী, কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মানিক চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক এইচ এম সাদ্দাম হোসেন।

এছাড়াও কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us