সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

আফ্রিকার দেশ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে চার সেনা সদস্যসহ ৯ জন নিহত হয়েছে। এই ঘটনায় বিমানে থাকা এক শিশু বেঁচে গেছে।

Islami Bank

সোমবার (২৩ জুলাই) সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রাতে সুদানের পূর্বাঞ্চলে অবস্থিত পোর্ট সুদান বিমানবন্দরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। খবর আরব নিউজের

সুদান সেনাবাহিনী বিবৃতিতে জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পিছনে যান্ত্রিক ত্রুটি ছিল। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

আরও পড়ুন>> ডেঙ্গুতে মৃত্যু ৯, হাসপাতালে ২২৯২

সুদানে এখন গৃহযুদ্ধ চলছে। এই যুদ্ধ চলা অবস্থায় প্রায় ৩০ লাখ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। এই মধ্যে প্রায় ৭ লাখ মানুষ আশ্রয়ের জন্য পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গেছে।

one pherma

চলতি বছর ১৫ এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী এবং তাদের প্রতিন্দ্বন্দ্বী প্যারামিলিটারি র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেশটির সেনাবাহিনী বলছে যে, আফ্রিকার দেশটিতে যুদ্ধ তার ১০০ তম দিনে প্রবেশ করেছে।

লড়াইয়ের কারণে দেশটিতে লক্ষাধিক মানুষ তাদের বাড়িতে আবদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে রাজধানী খার্তুমের শহরতলীর বাসিন্দারা। সেখানে তারা খাদ্য অনুদানের আহ্বান জানিয়েছে।

দেশটিতে চলা গৃহযুদ্ধে অন্তত ৩৯০০ জন নিহত হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us