প্রায় সব উল্লেখযোগ্য প্লাটফর্ম যারা সাবস্ক্রিপশনের মাধ্যমে আয় করে তারা ফি বাড়িয়েছে। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হলো স্পটিফাইয়ের নাম। প্রায় ১২ বছর পর স্পটিফাই যুক্তরাষ্ট্রে তাদের প্রিমিয়াম সাবক্রিপশনের দাম বাড়িয়েছে।
২৪ জুলাই কোম্পানিটি জানিয়েছে, এখন প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য ব্যবহারকারীদের ১০ দশমিক ৯৯ ডলার টাকা দিতে হবে। ২০১১ সাল থেকে তারা ৯ দশমিক ৯৯ ডলার ফি নিলেও এবার তারা ১ ডলার ফি বাড়িয়েছে।
আরও পড়ুন>> অন্য চার্জারে ফোন চার্জ দিলে যে ক্ষতি হয়
কোম্পানিটি জানিয়েছে, তারা কয়েকটি দেশে এই চার্জ বাড়িয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাদেও তারা কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের দাম বাড়িয়েছে যেন তারা নতুন আপডেট ও সামনে আরও ভালো সুবিধা নিশ্চিত করতে পারে। চলমান বৈশ্বিক সংকটে তাদের ডেভেলপমেন্ট চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নেওয়া।
সিঙ্গল প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ১ ডলার বাড়লেও ২ ডলার বাড়ছে ডুও সাবস্ক্রিপশনে। এই সাবস্ক্রিপশনের মূল্য ১২ দশমিক ৯৯ ডলার থেকে ১৪ দশমিক ৯৯ ডলার রাখা হয়েছে। ছাত্রদের অ্যাকাউন্টের প্রিমিয়াম প্রাইসিং ৪ দশমিক ৯৯ ডলার থেকে ৫ দশমিক ৯৯ ডলার করা হয়েছে। তবে ঘোষণার সঙ্গে সঙ্গেই তা কাজ করছে না। জানা গেছে, ব্যবহারকারীরা এক মাসের গ্রেস পিরিয়ড পাবেন।
এমন দাম বাড়ানো অস্বাভাবিক বা অপ্রত্যাশিত নয়। অধিকাংশ মিউজিক স্ট্রিমিং সার্ভিসই তাদের সাবস্ক্রিপশন ফি বাড়িয়েছে। অ্যাপল মিউজিকও সম্প্রতি তাদের সাবস্ক্রিপশন ফি ১ ডলার বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছিল। সম্প্রতি ঘোষণা দেওয়ার ফলে তারা যেসব দেশে সাবস্ক্রিপশন বাড়াবে সে দেশগুলো হচ্ছে: আন্দোরা, আলবেনিয়া, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া, বসনিয়া এবং হারজেগোভিনা, বেলজিয়াম, বুলগেরিয়া, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, কোস্টারিকা, সাইপ্রাস, ডেনমার্ক, ইকুয়েডর, এস্টোনিয়া, স্পেন, ফিনল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, গ্রিস, গুয়াতেমালা, হংকং, ক্রোয়েশিয়া, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইজরায়েল, আইসল্যান্ড, ইতালি, লিথুনিয়া, লুক্সেমবার্গ, লাটভিয়া, মোনাকো, মন্টেনেগ্রো, নর্থ ম্যাসিডোনিয়া, মাল্টা, মেক্সিকো, নেদারল্যান্ড, নরওয়ে, নিউজিল্যান্ড, পেরু, পর্তুগাল, সার্বিয়া, সুইডেন, সিঙ্গাপুর, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, সান মারিনো, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও কসোভো।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.