ফরাসি লিগে আশরাফুলের ঝড়ো সেঞ্চুরি

ফ্রান্সের টি-টেন লিগে অভিষেক ম্যাচেই নিজের বিধ্বংসী রূপ দেখিয়েছেন মোহাম্মদ আশরাফুল। লিগে নিজের প্রথম ম্যাচেই তিনি খেলেছেন ৪০ বলে ১১৮ রানের বিধ্বংসী ইনিংস।

Islami Bank

আশরাফুলের এমন টর্নেডো ব্যাটিংয়ের সুবাদে ১০ উইকেটের বড় জয় পেলো তার দল এসি সেইন্টস। চলতি লিগে এটি তাদের দ্বিতীয় জয়।

ভিলেনুভ সুপার কিংসের করা ১৩৭ রানের জবাবে আশরাফুলের বিধ্বংসী ইনিংসে ভর করে ৯ বল আর ১০ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে তরী ভেড়ায় এসি সেইন্টস।

আরও পড়ুন>> মায়ামির অধিনায়ক হচ্ছেন মেসি

one pherma

টসে জিতে ব্যাট করতে নেমে সানথিরাকুমারানের ২৬ বলে ৪৪, থিমুকুরানের ২১ বলে ৫৩ আর পিরাকাজানের ৯ বলে ২১ রানের ইনিংসে ভর করে এসি সেইন্টসের সামনে ৩ উইকেট হারিয়ে ১৩৭ রানের পুঁজি দাঁড় করায় ভিলেনুভ সুপার কিংস। সেইন্টসের হয়ে দুই ওভার হাত ঘুরিয়ে ১১ রান দিয়ে দুই উইকেট নেন খান রাব্বানি। একটি উইকেট নেন রুহুল আমিন।

দুই ওভার করেন আশরাফুলও। তবে বেশ খরুচে ছিলেন এই স্পিনার। ওভার প্রতি দেন তিনি ১৬ রান। তবে ব্যাট হাতে বাজে বোলিংয়ের সেই রেশ ঘুচিয়ে দেন তিনি। চার ছক্কার ফুলঝুড়ি ছুটিয়ে ৪০ বলে খেলেন ১১৮ রানের ইনিংস। যেখানে ছিল তার ২০টি চার আর চারটি ছক্কার মার।

ইউরোপের ক্রিকেটে আশরাফুলের এটিই প্রথম সেঞ্চুরি। ম্যাচে তার স্ট্রাইক রেট ছিল ২৯৫।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us