‘প্রিয়তমা’ দেখেছেন পূজা, বললেন দারুণ অনুভূতি

মুক্তির পর তুমুল জনপ্রিয়তা পেয়েছে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি। প্রেক্ষাগৃহে এখনও চলছে ছবিটির তাণ্ডব।

Islami Bank

চলচ্চিত্রাঙ্গনের অনেকেই দেখেছেন ছবিটি। এ তালিকায় রয়েছেন অভিনেত্রী পূজা চেরি। যুক্তরাষ্ট্রে বসে ‘প্রিয়তমা’ দেখেছেন পূজা। সম্প্রতি দেশে ফিরে জানালেন এ কথা।

পূজা জানান, তিনি যুক্তরাষ্ট্রে যাওয়ার কিচুদিন পরই সেখানে মুক্তি পায় ‘প্রিয়তমা’। ফলে মার্কিন প্রেক্ষাগৃহে বসেই উপভোগ করেছেন ছবিটি।

আরও পড়ুন>> স্কুলে স্মার্টফোনের ব্যবহার বন্ধের পরামর্শ জাতিসংঘের

one pherma

পূজা বলেন, এই তো পাঁচ-ছয় দিন হয় ফিরলাম। আনন্দের বিষয় হচ্ছে, আমি যখন আমেরিকা গেলাম এর কিছুদিন পরই সেখানে ‘প্রিয়তমা’ সিনেমা মুক্তি পেল। সেখানে বসেই প্রিয়তমা দেখে ফেললাম। আমেরিকার হলে বাংলা সিনেমা চলছে এবং বেড়াতে গিয়ে সেই ছবি দেখলাম– দারুণ এক ভালো লাগার অনুভূতি কাজ করেছে।

এদিকে দেশে ফিরে ‘সুড়ঙ্গ’ দেখারও চেষ্টা করেছেন পূজা। কিন্তু টিকিট মেলেনি। তাই এখনও ছবিটি অধরাই রয়ে গেছে তার কাছে। তবে আশা করছেন, শিগগিরই ছবিটি দেখবেন তিনি।

বর্তমানে পূজার হাতে রয়েছে ‘লিপস্টিক’ ছবির কাজ। এতে তার বিপরীতে রয়েছেন আদর আজাদ। এছাড়া ‘নাকফুল নামে একটি ছবির মুক্তি অপেক্ষায় আছে। এ ছবিতেও তার বিপরীতে আছেন আদর আজাদ।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us