কোনো দুর্যোগ আমাদের কাবু করতে পারবে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশে এই মুহূর্তে ১৮ থেকে ২০ লাখ মেট্রিক টন খাদ্য মজুত আছে। আশা করি, কোনো দুর্যোগ আমাদের কাবু করতে পারবে না। কোটি কোটি কৃষক অনেক পরিশ্রম করে খাদ্য উৎপাদন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব, সুদূরপ্রসারী নীতিমালা প্রয়োগ ও কৃষকদের পরিশ্রমের ফলে আজ আমরা একটা অবস্থানে পৌঁছাতে পেরেছি।

Islami Bank

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রাইট টু ফুড বাংলাদেশের দুই দিনব্যাপী ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য অধিকার এবং কৃষি খাদ্যব্যবস্থা সম্মেলন ২০২৩’এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন>>  ডেঙ্গুতে আরও ১৪ জনের মৃত্যু, ভর্তির রেকর্ড

one pherma

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের কারণে দেশে খাদ্য উৎপাদন, কৃষি উপকরণ ও সার বেড়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের আওতায় আমরা চমৎকার যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছি। আমরা কীটনাশক, কেমিক্যাল সারের পরিবর্তে জৈব সার ব্যবহারের দিকে যাচ্ছি। সব কিছু মিলে খাদ্য ব্যবস্থাপনা ও সরবরাহে আমরা অনেক এগিয়েছি। খাদ্য নিশ্চিতে কাজ করছি বলেই কয়েকশ বছরের মধ্যে খাদ্য ব্যবস্থাপনায় আজ ভালো অবস্থানে আছি।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, নেপালের কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার কর্ণ, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিংহ, রাইট টু ফুড বাংলাদেশের সাধারণ সম্পাদক মুহসীন আলী প্রমুখ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us