গত পাঁচ বছরে সারাদেশে সড়ক দুর্ঘটনায় ৩৯ হাজার ৫২২ জন নিহত এবং ৫৮ হাজার ৭৯১ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক বিবৃতিতে এ তথ্য জানায়।
এতে বলা হয়, গত পাঁচ বছরে মোট ২৮ হাজার ২৯৯টি দুর্ঘটনা ঘটেছে। হতাহতের মধ্যে ৩ হাজার ৯৪১ জন শিক্ষার্থী হয়েছেন।
আরও পড়ুন>> আ. লীগ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করেছে: প্রধানমন্ত্রী
সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ২০১৮ সালের ২৯ জুলাই শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে। তখন সরকার তাদের দাবিগুলো মেনে নিলেও গত ৫ বছরে এর কোনোটি বাস্তবায়ন হয়নি। ফলে সড়কে প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু হচ্ছে।
তিনি বলেন, সরকারের পরিকল্পনার গলদে ফিটনেসবিহীন লক্কড়ঝক্কড় যানবাহন, মোটরসাইকেল, ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা নিয়ন্ত্রণহীনভাবে বাড়ছে। যানজট ও সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বাড়লেও সরকার বলছে কমছে। এটি জনগণের সঙ্গে তামাশা ছাড়া কিছুই নয়।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, তরুণ শিক্ষার্থীদের নিরাপদ সড়কের আন্দোলন আমাদের নীতি-নির্ধারকদের চোখ খুলে দিলেও ধীরে ধীরে তারা আবারও ঘুমিয়ে পড়েছে। যার ফলে সড়কে বিশৃঙ্খলা, অরাজকতা, ভাড়ানৈরাজ্য ও যাত্রী হয়রানি বেড়েছে।
বিবৃতিতে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের নামে দায়েরকৃত সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.