ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি দিল আওয়ামী লীগও

বিএনপির পর একই দিন শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শুক্রবার (২৯ জুলাই) রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে সাংবাদিকদের এই কর্মসূচির কথা জানানো হয়।

এর আগে বিকেলে নয়াপল্টনের সমাবেশ থেকে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রবেশ মুখগুলোতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন>> ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৫০৩

এর কয়েক ঘণ্টার মাথায় আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, শনিবার বেলা ১১টা থেকে তারাও ঢাকা মহানগরীর সব প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করবে।

এদিকে ঢাকা প্রবেশের চারটি পয়েন্টে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে যুবলীগ। আবদুল্লাহপুর, টঙ্গী, গাবতলী ও আমিনবাজারে এই কর্মসূচি পালিত হবে।

বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী তিন সংগঠনের আয়োজনে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বিএনপির কর্মসূচির সমালোচনা করেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘এখন নাকি আপনারা রাস্তা বন্ধ করবেন! ঢাকার প্রবেশমুখে অবস্থান নেবেন! আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। চোখ রাঙাবেন না। আমাদের শিকড় এই মাটির অনেক গভীরে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের জনগণের জানমাল রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ অতদ্র প্রহরী হিসেবে কাজ করবে।’

কাদের বলেন, ‘আমরা সংঘাত চাই না। আমরা সংঘাতের জন্য এই সমাবেশ করছি না। আমরা জনগণের জানমাল পাহারা দিতে এসেছি।’

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us