হঠাৎ ইসিতে যাচ্ছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করেই নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতারা। রোববার (৩০ জুলাই) দুপুরের দিকে শেরে বাংলা নগরস্থ আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ‌অফিসে যাওয়ার কথা জানিয়েছেন তারা।

Islami Bank

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> রাজধানীর যেসব এলাকায় সোমবার গ্যাস থাকবে না

one pherma

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যাবেন নির্বাচন কমিশনে। দলের এক বছরের আয়-ব্যয়ের হিসেব জমা দিতে তারা ইসিতে যাবেন।

নিয়ম অনুযায়ী, প্রতি অর্থবছরে দলের আয়-ব্যয়ের হিসেব নির্বাচন কমিশনে জমা দিতে হয় নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে। এরই অংশ হিসেবে রোববার বিএনপি নেতারা নির্বাচন কমিশনে যাচ্ছেন বলে জানা গেছে।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us