মরক্কোর প্রথম জয়ের দিনে বেনজিনার ইতিহাস

ফুটবল মাঠে হিজাব নিষিদ্ধ করেছিল ফিফা। সেই নিষেধাজ্ঞা আবার উঠিয়েও নেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। মুসলিমপ্রধান বিভিন্ন দেশের নারী ফুটবলারদের হিজাব পরে খেলতে নামার দৃশ্য মাঝেমধ্যেই এখন দেখা যায় ফুটবল মাঠে। কিন্তু, বিশ্বকাপের মঞ্চে এতদিন এটি ছিল সম্পূর্ণ অচেনা! এবার দর্শকরা দেখল সেটিই।

Islami Bank

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে চলছে ফিফা নারী বিশ্বকাপ ২০২৩। ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে আজ রোববার (৩০ জুলাই) মুখোমুখি হয়েছে দক্ষিণ কোরিয়া ও মরোক্কো। কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে মরক্কো। তবে, ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় মরক্কান রক্ষণভাগের ফুটবলার নুহাইলা বেনজিনা। হিজাব পরে বিশ্বকাপ খেলা প্রথম নারী ফুটবলার এখন বেনজিনা। এমনটিই জানায় বিবিসি।

আরও পড়ুন>> যুক্তরাষ্ট্রসহ চার দেশের নির্বাচন পর্যবেক্ষকদের সঙ্গে ইসির বৈঠক

জার্মানির কাছে ৬-০ গোলে পরাস্ত হয়ে নারী বিশ্বকাপ মিশন শুরু হয় মরক্কোর। তবে দ্বিতীয় ম্যাচে তারা ঘুরে দাঁড়িয়েছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কষ্টার্জিত ১-০ গোলের জয়ে তারা টুর্নামেন্টে প্রথমবার জয়ের মুখ দেখল। যে জয় এবার শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে তাদের।

one pherma

অ্যাডিলেডে কোরিয়ার বিপক্ষে সেই ম্যাচের মাত্র ৬ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় মরক্কো। ১৩ হাজার দর্শকের গ্যালারি সেদিন সাক্ষী মরক্কো ফুটবলের নতুন সূর্যোদয়ের দিনে। কারণ, আফ্রিকার এই দেশটি র‍্যাংকিংয়ের তলানীতে। অন্যদিকে কোরিয়ার অবস্থান ১৭ নম্বরে।

আগামী ৩ আগস্ট নিজেদের শেষ ম্যাচে মরক্কো খেলতে নামবে কলম্বিয়ার বিপক্ষে। শক্ত প্রতিপক্ষকে হারাতে পারলেই প্রথমবার শেষ ষোলোয় খেলার যোগ্যতা অর্জন করবে তারা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us