বিনোদন–দুনিয়ার কেউ কারও বন্ধু না: তানজিন তিশা

কিছুদিন আগে অপ্রত্যাশিত একটি ভিডিওর কারণে বিতর্কিত হতে হয় ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশাকে। ওই ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা গিয়েছিল তাকে। সেসময় এ অভিনেত্রী জানিয়েছিলেন বন্ধুদের একান্ত মুহূর্ত ছিল সেটি। এবার জানালেন বিনোদন দুনিয়ায় কেউ কারও বন্ধু না।

Islami Bank

আরও পড়ুন>> শহীদজায়া অধ্যাপক পান্না কায়সার আর নেই

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিশা। আড্ডায় সহশিল্পী বন্ধুদের সঙ্গে আপনাকে আর আগের মতো দেখা যায় না— কথাটির পরিপ্রক্ষিতে তিনি বলেন, ‘এখন নিজের গণ্ডিতেই থাকতে বেশি পছন্দ করি। কাজ আর পরিবার নিয়েই সময় কাটে। এখন মনে হয়, বিনোদন–দুনিয়ার কেউ কারও বন্ধু না। যে বন্ধু হিসেবে দেখায়, সেটা কেবল লোক দেখানোর জন্যই।’

one pherma

তিনি আরও বলেন, ‘যখন আমি সেটি বুঝতে পেরেছি, তখনই তাদের কাছ থেকে সরে এসেছি। আমার মতো করে পরিবার নিয়ে, কাজ নিয়ে থাকতে চেয়েছি। আগেও মিডিয়ায় আমার ভালো বন্ধু ছিল না। এটি নিশ্চিত, মিডিয়ায় কেউ কারও ভালো বন্ধু হতে পারে না। যা হয়, সেটি সামাজিকতা রক্ষার জন্য, নিজেকে মহৎ বানানোর জন্য।’

চলতি বছরের মে মাসে মদ্যপ অবস্থার একটি ভিডিও ফাঁস হয়েছিল তিশার। তিনি ছাড়াও অপ্রত্যশিত ভিডিও ফাস হয়েছিল সুনেরাহ বিনতে কামালের। ভিডিওগুলো অভিনেতা শরিফুল রাজের আইডি থেকে প্রকাশ করা হয়েছিল। এ ঘটনা থেকেই হয়ত বন্ধুত্ব থেকে মন উঠে গেছে তিশার।

ইবাংলা/এসআরএস

 

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us