এডিস মশা নিধনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এডিস মশা নিধনে সরকারের পাশাপাশি দেশের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ডেঙ্গু একটি সিজনাল মশাবাহিত রোগ। আমরা সবাই সতর্ক থাকলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি। আমরা নিজ নিজ বাড়ি ও আঙিনা পরিষ্কার রাখতে পারি। সেটুকু করলেই ডেঙ্গু থেকে মুক্তি পাবো।

শুক্রবার রাজধানীর খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগ আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন>> মেক্সিকোতে বাস খাদে পড়ে নিহত ১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে ডেঙ্গু দমনে এগিয়ে আশায় কৃষক লীগের প্রশংসা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, কৃষক লীগের সভাপতি সমীর চন্দ, সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, হোসনে আরা, সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বানাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক গাজী জসিম, অর্থ সম্পাদক নাজির মিয়া, দফতর সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us