রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর বিষফোঁড়া বিএনপি: কাদের

নিজস্ব প্রতিবেদক: বিএনপি রাজনৈতিক অঙ্গনে ভয়ঙ্কর বিষফোঁড়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ আগস্ট) সকাল পৌনে ৯টায় বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন>> কুয়েত সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

সেতুমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে ভয়ঙ্কর এক বিষফোঁড়া হচ্ছে বিএনপি। এই বিষফোঁড়া যতদিন আছে ততদিন হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস, যত প্রকার অশান্তি, অস্থিরতা, সবকিছু থাকবে। কারণ এসবের মূলহোতা বিএনপি।’

১৯৪৯ সালের ৫ আগস্ট তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ কামাল। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদৎবরণ করেন তিনি।

শেখ কামালের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। কর্মসূচির অংশ হিসেবে সকাল পৌনে নয়টায় ওবায়দুল কাদেরের নেতৃত্বে বনানী কবরস্থানে যান আওয়ামী লীগের নেতারা।

সেখানে শেখ কামালের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিকদের সামনে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচন চায় না। এর বদলে ষড়যন্ত্রের চোরাপথে ক্ষমতায় যেতে চায় তারা।

জিয়া পরিবারে পঁচাত্তর থেকে তিন নভেম্বর ও একুশে আগস্টের হত্যা খুনের মাস্টার মাইন্ড এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পঁচাত্তর তাদেরই সৃষ্টি। এর মাস্টার মাইন্ড জিয়াউর রহমান। ৩ নভেম্বরের হোতাও তিনি। একুশে আগস্টের মাস্টার মাইন্ড তার ছেলে তারেক রহমান। মূলত এই পরিবার বাংলাদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছে।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us