ইবিতে ‘শিক্ষার অধিকার অর্জন ও বাস্তবায়নে বঙ্গবন্ধু’ শীর্ষক সেমিনার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘শিক্ষার অধিকার অর্জন ও বাস্তবায়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার ( ৬ আগস্ট) বেলা ১১টায় আইন বিভাগের আয়োজনে আইন অনুষদের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

Islami Bank

সেমিনারে আইন বিভাগের প্রফেসর ড. শাহজাহান মন্ডলের তত্বাবধানে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের পি.এইচ.ডি গবেষক বি. এম. আব্দুর রাফেল।

এসময় আইন বিভাগের সভাপতি প্রফেসর ড. রেবা মন্ডলের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের সাবেক ডিন ও সাবেক ট্রেজারার প্রফেসর ড. মোহা. সেলিম তোহা। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. সৈয়দা সিদ্দিকা। সেমিনারে মূখ্য আলোচক হিসেবে ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল করিম খান ও প্রফেসর ড. হালিমা খাতুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের প্রফেসর ড. এম. আনিচুর রহমান।

one pherma

সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের, বিশেষ করে পাকিস্তানী আমলের পূর্ব-বাংলার ও দেশ স্বাধীন হবার পর সার্বভৌম রাষ্ট্রের বাঙালী-অবাঙালী নির্বিশেষে সকলের, শিক্ষার অধিকার অর্জন ও বাস্তবায়নে জীবনভর যে আন্দোলন-সংগ্রাম করেন এবং কর্মসূচী-পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন তা পদ্ধতিগতভাবে উপস্থাপন করাটা শুধু পৃথিবীর বাঙালী জনগোষ্ঠীর জন্য ঔৎসুকের বিষয় নয়, এটি তাবৎ বিশ্বের শিক্ষাবঞ্চিত ও শোষিত মানুষের জানার বিষয়।

রাকিব রিফাত
ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us