রোনালদোকে টপকে মেসি রেকর্ড গড়লেন

ক্রীড়াঙ্গন ডেস্ক

লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনের ভেতর চলতেই থাকে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। একজন একদিক দিয়ে রেকর্ড গড়েন, সেটি আবার অন্যদিক দিয়ে ভেঙে দেন অপরজন।

Islami Bank

এইতো কিছুদিন আগেই আয়ের রেকর্ডে মেসিকে পেছনে ফেলেছিলেন রোনালদো। সেই ক্ষোভেই হয়তো মেসিভক্তরা আর্জেন্টাইন এই খুদে তারকার হয়ে গড়লেন অনন্য এক রেকর্ড।

আরও পড়ুন…দেশ পরিচালিত হবে সংবিধান অনুযায়ী: আমু

ফুটবলে এতদিন ২৪ ঘণ্টায় সর্বাধিক জার্সি বিক্রি হওয়ার রেকর্ডটি ছিল সিআর সেভেনের। পর্তুগিজ এই তারকা দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর গড়েছিলেন এই রেকর্ড।

এবারে রোনালদোর সেই রেকর্ড চোখের পলকে ভেঙে দিলেন লিও। ২৪ ঘণ্টায় সর্বাধিক বিক্রি হওয়া জার্সির রেকর্ডটির মলিক বর্তমানে আর্জেন্টাইন এই জাদুকর।

one pherma

এমএলএস’র ই-কমার্স সহযোগী ফ্যানাটিকসের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় মেসির ইন্টার মিয়ামির ১০ নম্বর জার্সিটি সর্বাধিক পরিমাণে বিক্রি হয়েছে। এমনকি গত এক সপ্তাহে সেই জার্সি বিক্রির পরিমাণ বেড়েছে ৬ গুণ। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন বিষয়টি নিশ্চিত করেছে তাদের।

আরও পড়ুন…ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ বাতিলের সিদ্ধান্ত

এক প্রতিবেদনে।জার্সি বিক্রির এই রেকর্ডে মেসি রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি পেছনে ফেলেছেন টম ব্র্যাডি ও বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসকে।

২০২০ সালে ট্যাম্পা বে বুকানিয়ার্সে যোগ দেওয়ার পর ব্র্যাডির জার্সি কেনার হিড়িক পড়ে গিয়েছিল। তিনি ভাগ বসিয়েছিলেন লেব্রন জেমসের রেকর্ডে। তাদের টপকে শীর্ষস্থান নিশ্চিত করলেন মেসি।

ইবাংলা বাএ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us