এবার ওয়েব সিরিজে মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক: বাংলা ছবির ব্যবসা নিয়ে টলিপাড়ার একাংশ খুশি নন। অনেকেই বলছেন, হাতেগোনা ছবি প্রেক্ষাগৃহে দর্শক টানতে সক্ষম হচ্ছে। এমতাবস্থায় প্রথম সারির তারকারাও বড়পর্দায় নিজের বাজার ধরে রাখতে ওটিটির দিকে ঝুঁকছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখন হিন্দি ওয়েব সিরিজে চুটিয়ে অভিনয় করছেন। অঙ্কুশকে দর্শক ইতোমধ্যেই ‘শিকারপুর’ ওয়েব সিরিজ়ে দেখেছেন। এই সপ্তাহেই মুক্তি পাবে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত ‘আবার প্রলয়’। এবার ওটিটিতে নাম লেখাতে চলেছেন আরও এক প্রথম সারির অভিনেত্রী।

Islami Bank

টলিপাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ওয়েব সিরিজে অভিনয় করতে আগ্রহী মিমি চক্রবর্তী। ‘হইচই’য়ের তরফে অভিনেত্রীর কাছে প্রস্তাব গিয়েছে। তিনি নাকি রাজিও হয়েছেন। আরও খবর, এই সিরিজে তার বিপরীতে থাকতে পারেন টোটা রায়চৌধুরী। স্বস্তিকার সঙ্গে টোটার প্রথম ওয়েব সিরিজ ‘নিখোঁজ’ চলতি মাসেই মুক্তি পাচ্ছে। সেদিক থেকে নতুন এই সিরিজটি নিয়ে অনুরাগীদের আগ্রহ থাকা স্বাভাবিক।

আরও পড়ুন>> চট্টগ্রাম-কক্সবাজার রুটে যান চলাচল বন্ধ

one pherma

সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মিমি ও টোটাকে নিয়ে নতুন এই সিরিজটি পরিচালনা করবেন চন্দ্রাশিস রায়। তিনি দীর্ঘদিন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহকারী হিসেবে কাজ করেছেন। এর আগে অতিমারির সময় তার পরিচালিত ‘নিরন্তর’ ছবিটি ছোটপর্দায় মুক্তি পেয়েছিল। সেই ছবিতে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও সত্যম ভট্টাচার্য। তবে নতুন সিরিজের বিষয়বস্তু নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না।

গত বছর মিমি অভিনীত ‘মিনি’ ও ‘খেলা যখন’ মুক্তি পেয়েছিল। দুটি ছবিই বক্স অফিসে নজর কাড়তে পারেনি। ছবি চলছে না বলেই কি নতুন মাধ্যমে ভাগ্যান্বেষণে নামছেন সাংসদ-অভিনেত্রী? এই প্রশ্নও উঁকি দিচ্ছে টলিপাড়ায়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us