ফিলিপাইনে ৫.৪ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির শঙ্কা

ফিলিপাইনের মিন্দানাওতে রিখটার স্কেলে ৫.৪ মাত্রায় ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে আফটারশকের আশঙ্কা করছে ফিলিপিনো কর্তৃপক্ষ।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের মিন্দানাওতে ৫.৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) বুধবার জানিয়েছে।

আরও পড়ুন>> ফের বায়ুদূষণের শীর্ষে ঢাকা

জিএফজেড বলছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ফিলিপাইনের ওরিয়েন্টাল প্রদেশে ৫.৩ মাত্রার ভূমিকম্পের বিষয়ে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির সিসমোলজি সংস্থা দাভাও। প্রতিবেদনে ক্ষয়ক্ষতি ও আফটার শকের শঙ্কার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন: ভূমধ্যসাগরে উদ্বাস্তু নৌকাডুবিতে ১৬ জনের মৃত্যু

চলতি বছরে দেশটিতে ৬ মাত্রার ওপর ভূমিকম্প আঘাত হেনেছে ৩টি। এ ছাড়া গতবছরের জুলাইতে ৭ মাত্রার এক ভূমিকম্পে ১১ জন মারা যায়।

উল্লেখ্য, ফিলিপাইনে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল ‘প্যাসিফিক রিং অব ফায়ারে’ রয়েছে যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরজুড়ে বিস্তৃত।

সূত্র: রয়টার্স

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us