সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।

Islami Bank

বুধবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গুলশানে সালমান এফ রহমানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তবে বৈঠকের আলোচনার বিষয়ে কিছু জানা যায়নি।

এর আগে গত ৬ জুন সালমান এফ রহমানের কার্যালয়ে তার সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেই বৈঠকে আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকও উপস্থিত ছিলেন।

one pherma

এর আগে গত ২১ মে সালমান এফ রহমানের গুলশানের কার্যালয়ে তাদের মধ্যে বৈঠক হয়। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমানের সঙ্গে ঘনঘন বৈঠক করছেন বাংলাদেশে কর্মরত একাধিক রাষ্ট্রদূত। নির্বাচনের আগে এ বৈঠকের পরিমাণ বেড়েছে।

ইবাংলা/জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us