চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল শুরু

মহাসড়ক থেকে বন্যার পানি নেমে যাওয়ায় দুইদিন পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনও বান্দরবানের সঙ্গে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ।

Islami Bank

বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল থেকে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে চারদিনের বর্ষণে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় দক্ষিণ চট্টগ্রামের ৪ উপজেলাসহ কক্সবাজার ও বান্দরবান জেলায়।

আরও পড়ুন>> মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দেওয়া হলো পাকিস্তানের সংসদ

এদিকে, বৃষ্টি কমার পর চট্টগ্রাম মহানগরী থেকে পানি নামলেও বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল এখনও ডুবে আছে। সাতকানিয়া ও চন্দনাইশের বেশ কয়েকটি গ্রাম এখনো পানির নিচে।

one pherma

অতিভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবান এখন পর্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত। পানিবন্দি হয়ে আছে জেলার কয়েক লাখ মানুষ। প্রায় বিচ্ছিন্ন হয়ে আছে সড়ক যোগাযোগ ও মোবাইল ফোনের নেটওয়ার্ক। এখনো স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ।

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, মহাসড়ক থেকে পানি নেমে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। দুয়েক জায়গায় পানি রয়েছে, বৃষ্টি না হলে দুপুর নাগাদ তাও কমে আসবে।

জেলা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের হিসাব মতে, সাতকানিয়ায় সাড়ে ২২ হাজার পরিবার, চন্দনাইশে ৫ হাজার, পটিয়ায় ১৬ হাজার ৫৯৫ পরিবার এবং লোহাগাড়ায় ৪ হাজার পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us