কুতুকছড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই

আলমগীর মানিক, রাঙামাটি

রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি দোকান ও বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।বুধবার সন্ধ্যায় কুতুকছড়ি বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

Islami Bank

আরও পড়ুন…নেইমারকে রেকর্ড দামে ছাড়বে পিএসজি

জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ছোট-বড় প্রায় ৯টি দোকান ও বসতঘর পুড়ে যায়।

one pherma

প্রথমে স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা শুরু করে এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর কাজে যোগ দেয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আনুমানিক ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এবষিয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম জানান, কুতুকছড়ি বাজারে আগুনে ৯টি দোকান ও সংযুক্ত বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি।

ইবাংলা/ বা এ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us