করোনা: মৃত্যু নেই, শনাক্ত ৩৫

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। নতুন শনাক্ত হয়েছে ৩৫ জন।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৪৪টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে এক হাজার ৬৪৫টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দুই দশমিক ১৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৮ দশমিক ৩৯ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

আরও পড়ুন>>  চূড়ান্ত নিবন্ধন পেল বিএনএম ও সুপ্রিম পার্টি

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪৪ হাজার ৯৩৭ জন। এরমধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৭৫ জন। সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৯৭৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us