বিএনপির গণমিছিলের দিনে শান্তি সমাবেশ ডাকল ১৪ দল

সরকার পতনের একদফা দাবিতে আগামীকাল শুক্রবার রাজধানীতে ঢাকা মহানগর বিএনপি উত্তর এবং দক্ষিণে গণমিছিল করবে। এবার একই দিন ‘শান্তি সমাবেশ’র ডাক দিয়েছে ঢাকা মহানগর উত্তর ১৪ দল।

Islami Bank

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাতে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন>> শুক্রবার বিএনপির গণমিছিলের রোডম্যাপ ঘোষণা

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকেল চারটায় রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী আমির কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

one pherma

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

এছাড়া সমাবেশে বক্তব্য রাখবেন ১৪ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us