আগামী নির্বাচনে বিএনপি না আসলে ৫০ বছর পিছিয়ে যাবে

ইবাংলা ডেস্ক

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন আগামী নির্বাচনে বিএনপি না আসলে ৫০ বছর পিছিয়ে যাবে । রোববার (১৩ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদ্প্তরে জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

Islami Bank

তিনি আরও বলেন, পাকিস্তান ছাড়া পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নেই। তাদের যখন পাকিস্তানের প্রতি এত প্রীতি, তারা পাকিস্তান চলে যেতে পারে।

আরও পড়ুন…নোয়াখালীতে আগুনে পুড়ল ৮ দোকান

one pherma

হাছান মাহমুদ বলেন, দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। নির্বাচন নিয়ে বিএনপি কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না। নির্বাচনে না আসলে তারা ৫০ বছর পিছিয়ে যাবে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, পৃথিবীর মুক্তিকামী মানুষের কাছে বঙ্গবন্ধু এক প্রেরণার উৎস। বঙ্গবন্ধুকে হত্যার পর টুঙ্গিপাড়ায় সমাহিত করে তার নাম মুছে ফেলতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষ তাকে হৃদয়ে রেখেছে।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us