এবার পর্তুগালে মুক্তি পাচ্ছে ‘প্রিয়তমা’

চলচ্চিত্রের আন্তর্জাতিক বাজারে বেশ দাপট দেখাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটি। দেশের গণ্ডি পেরিয়ে গেল মাসে এটি মুক্তি পায় যুক্তরাষ্ট্র ও কানাডায়। সেখানকার প্রবাসি দর্শকরা সিনেপ্লেক্সগুলোতে হুমড়ি খেয়ে পড়ে।

Islami Bank

এবার ইউরোপের দেশ পর্তুগালে মুক্তি পাবে ঢালিউড কিংয়ের এই সিনেমা। আগামী ১৯ আগস্ট রাজধানী লিসবনের আইডিয়াল সিনেমা হলে মুক্তি পাবে এটি। এরপর দেশটির দ্বিতীয় বৃহৎ শহর পর্তোতেও মুক্তি পাবে।

আরও পড়ুন>> আজ থেকে নতুন দামে সয়াবিন তেল ও চিনি

শনিবার (১২ আগস্ট) বিকেলে লিসবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পর্তুগালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীসহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দ।

আয়োজক কমিটি জানায়, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত বাংলা চলচিত্র ‘প্রিয়তমা’ ইতোমধ্যে দেশে বিদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায় আমরা পর্তুগাল প্রবাসী বাঙ্গালী চলচিত্রপ্রেমীদের আকাঙ্ক্ষার কথা চিন্তা করে চলচিত্রটি পর্তুগাল প্রেক্ষাগৃহে প্রদর্শন করতে এই উদ্যোগ নিয়েছি।’

one pherma

সংবাদ সম্মেলন শেষে ছবিটির ‘প্রিয়তমা’ ও ‘ঈশ্বর’ শিরোনামের জনপ্রিয় দুটি গান পরিবেশন করেন পর্তুগাল প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী এফ আই রনি।

সিনেমার টিকিটের সংগ্রহ করা যাবে লিসবনের বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মারতিম মুনিজে অবস্থিত বিডি সুপারমার্কেট, ইস্ট ওয়েস্ট ট্রাভেল অ্যান্ড অ্যাসোসিয়েট এবং সুন্দরবন ট্যুরিজমে।

আরশাদ আদনান প্রযোজিত ও হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ইধিকা পাল।

ইবাংলা/এসআরএস

 

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us