সরিষাবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো নারীর

মতিউর রহমান, প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় নার্গিস আক্তার (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৬ আগস্ট) বেলা সোয়া ১১টায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি রেলস্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নার্গিস ওই ইউনিয়নের তারাকান্দি পশ্চিমপাড়ার ভ্যানচালক জুলহাসের স্ত্রী।

Islami Bank

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা সোয়া ১১টার দিকে তারাকান্দি থেকে জিএম লোকাল গন্তব্যে যাচ্ছিল। এসময় নার্গিস আক্তার তার গৃহপালিত ছাগল তাড়াতে গিয়ে ট্রেনের সজোর ধাকায় মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

one pherma

ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (আইসি) সরোয়ার হোসেন মুঠোফোন বলেন, বুধবার সকালে ট্রেনেকাটা পরে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us