৩ দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ডেনমার্কে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে নতুন এই ধরনের প্রভাব সম্পর্কে বিস্তারিত কিছুই জানতে পারেনি তারা। শনাক্তের বিষয়টি শুক্রবার ডব্লিউএইচও এবং মার্কিন স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। খবর এএফপির।

Islami Bank

ডব্লিউএইচও নতুন এই ধরনটিকে আলাদাভাবে নজরদারিতে রেখেছে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) ভ্যারিয়েন্টটিকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখার কথা নিশ্চিত করেছে।

আরও পড়ুন>> ৩২ হাজার শিক্ষক নিয়োগে চতুর্থ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত ফল আগামী সপ্তাহে

one pherma

ডাব্লিউএইচও বলেছে, নতুন এই ধরনের মাত্র চারটি পরিচিত ধাপ রয়েছে। বাকি সবকিছু এখনো অজানা। তাই অতি সতর্কতার সঙ্গে এর ওপর গবেষণা করা হচ্ছে। সংস্থাটি সব মিলিয়ে ১০টির বেশি নতুন ধরন এবং তাদের বংশধরদের ওপর নজর রাখছে।

তবে করোনার সংক্রমণ কমে আসায় বিশ্বের অধিকাংশ দেশই এ সংক্রান্ত বাড়তি সতর্কতা থেকে সরে এসেছে। এখন আর অতটা প্রাণঘাতি না থাকায় করোনা সংক্রান্ত কোনো বিধিনিষেধই বিশ্বের বেশিরভাগ দেশে পালন করা হচ্ছে না। কিন্তু ডব্লিউএইচও এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়ে সতর্কতার সহিত পর্যবেক্ষণে রাখার আহ্বান জানিয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us