বিকেলে রাজধানীতে পদযাত্রা করবে বিএনপি

খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে রাজধানীতে পদযাত্রা করবে বিএনপির নেতাকর্মীরা। পদযাত্রাটি শান্তিনগর, মালিবাগ ও মগবাজার মোড়ে এসে শেষ হবে।

Islami Bank

শনিবার (১৯ আগস্ট) বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হবে।

এর আগে, সরকার পতনের একদফা দাবির অংশ হিসেবে শুক্রবার (১৮ আগস্ট) রাজধানীতে গণমিছিল করে বিএনপি।

আরও পড়ুন>> পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৩ বস্তা টাকা, চলছে গণনা

one pherma

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি রাজধানীর দয়াগঞ্জ মোড় থেকে গণমিছিল শুরু করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে গণমিছিলটি সায়দাবাদ ব্রিজ, ধলপুর কমিউনিটি সেন্টার, গোলাপবাগ, কমলাপুর, বাসাবো বৌদ্ধমন্দির হয়ে খিলগাঁও এসে শেষ হয়।

এ ছাড়া ঢাকা মহানগর উত্তরের গণমিছিলটি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সামনে থেকে শুরু হয়ে মহাখালী বাস টার্মিনালে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খানসহ জ্যেষ্ঠ নেতারা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us