জাবিতে ধসে পড়ল নির্মাণাধীন মসজিদের ছাদ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম-বরকত ও আ ফ ম কামালউদ্দিন হল সংলগ্ন নির্মাণাধীন মসজিদের ছাদ ঢালাইয়ের সময় ধসে পড়েছে।

Islami Bank

শনিবার (১৯ আগস্ট) আ ফ ম কামালউদ্দিন হলের প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ উল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ঢালাইয়ের কাজ শুরুর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে।

জানা যায়, ঢালায়ের কাজ চলার সময় কংক্রিট মিক্সার ঢালার পর ভাইব্রেট করতে গেলে ছাদের পশ্চিম ও দক্ষিণ পাশের সাটারিং ধসে পড়ে যায়। এ কারণে শ্রমিকরা সাময়িক সময়ের কাজ জন্য বন্ধ রাখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম এবং ওই দুই হলের প্রাধ্যক্ষসহ সংশ্লিষ্টরা নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন।

আরও পড়ুন>> পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি গ্রেফতার

one pherma

নির্মাণশ্রমিক মো. জামাল জানান, কংক্রিট ঢালার পর ভাইব্রেট করতে গেলে এ ঘটনা ঘটে। বৃষ্টির কারণে সাটারিংয়ের কাজ ড্যামেজ হয়ে গেছে। এজন্য এটি কংক্রিটের ভার নিতে পারেনি।

প্রাধ্যক্ষ আ স ম ফিরোজ উল হাসান জানান, উপাচার্য স্যারসহ আমরা কয়েকজন শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তাদেরকে আবার নতুন করে কাজ শুরু করতে বলা হয়েছে।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us