২১ আগস্টের হামলায় তারেক রহমান ও খালেদা জিয়া জড়িত বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেন, ২১ আগস্ট হামলার সঙ্গে বিএনপি জড়িত। তারা হত্যার রাজনীতি করে। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে জড়িত মোশতাক ও জিয়া।
রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘গণতন্ত্র যোদ্ধা ২১ আগস্ট বাংলাদেশ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন>> ৪৩তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান ২১ আগস্টের ঘটনা ঘটিয়েছে। হত্যার রাজনীতির মাধ্যমে বিএনপির উত্থান। বিএনপি ষড়যন্ত্র ও হত্যার রাজনীতিতে বিশ্বাস করে। এদেশে রাজনীতি করার অধিকার বিএনপির নেই।
বিএনপির উদ্দেশ্য তিনি বলেন, তাদের মহাসচিব এখন বলছেন, কোন দেশ কি বলছে তাতে কিছু যায় আসে না। তাহলে বিদেশিদের কাছে ধর্না দিয়েছিলেন কেন? আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। বিএনপি ভেবেছে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেবে। চারিদিকে দৌড়াদৌড়ি করে কোনো লাভ হয়নি।
ইবাংলা/এসআরএস
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.