এশিয়া কাপের আগে শ্রীলঙ্কা শিবিরে দুঃসংবাদ

চলতি মাসের শেষেই শুরু হতে যাচ্ছে পাকিস্তান এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য এশিয়া কাপ। এরেই মধ্যে দল ঘোষনা করে দিয়েছে দলগুলি। এখন দলগুলোর চলছে শেষ সময়ের প্রস্তুতি। তবে মাঠে বল গড়ানোর আগেই শুরু হয়েছে ইনজুরির মিছিল। ইতোমধ্যেই এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন টাইগার পেসার এবাদত হোসেন। এবার এশিয়া কাপ মিস করতে চলেছেন শ্রীলঙ্কার পেস বোলার দুশমন্থ চামিরা। শঙ্কা রয়েছে লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গাও।

Islami Bank

সদ্য সমাপ্ত লঙ্কা প্রিমিয়ার লিগে ইনজুরিতে পড়েন চামিরা। কাঁধের ইনজুরি গুরুতর হওয়ায় এশিয়া কাপে তাকে ছাড়াই খেলতে হবে শ্রীলঙ্কাকে। এর আগে গোড়ালির চোট সারিয়ে উঠেছিলেন তিনি।

আরও পড়ুন>> রণবীরের দেওয়া শ্রেষ্ঠ উপহার কী— জানালেন আলিয়া

বোর্ডের একটি সূত্র লঙ্কান গণমাধ্যমে জানায়, ‘চামিরা কাঁধের ইনজুরিতে ভুগছে, তাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। মূলত গোড়ালির চোটে ভুগছে সে। বিশ্বকাপে তাকে পুরোপুরি ফিট হিসেবে পেতে চাই আমরা। এজন্য তাকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হয়নি।’

one pherma

চামিরার বিষয়ে এখনও অফিসিয়ালি কিছু জানায়নি শ্রীলঙ্কা বোর্ড। চামিরার পর এশিয়া কাপে হাসারাঙ্গার খেলা নিয়েও তৈরি হয়ে শঙ্কা। এলপিএলে টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা এই অলরাউন্ডার ভুগছেন হ্যামস্ট্রিংয়ের চোটে।

চোটের কারণে এলপিএলের ফাইনাল খেলা হয়নি তার। এবার এশিয়া কাপ থেকেও ছিটকে যেতে পারেন তিনি। বর্তমানে ফিটনেস ক্লিয়ারেন্স শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রণালয়ের অপেক্ষায় আছেন হাসারাঙ্গা। লঙ্কান বোর্ডের একটি সূত্র জানিয়েছে প্রথম দিকের ম্যাচগুলোতে বিশ্রাম দিয়ে হলেও এশিয়া কাপে হাসারাঙ্কাকে চান তারা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us