এশিয়াডে খেলা নিয়ে নিজের সিদ্ধান্ত জানালেন জামাল ভূঁইয়া

ক্রীড়া প্রতিবেদক

এশিয়ান গেমসের ফুটবল স্কোয়াড থেকে তিনজন খেলোয়াড়ের বদলি চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যার মধ্যে সবচেয়ে বড় নাম জামাল ভূঁইয়া। বাকি দুজন মোহাম্মদ ইব্রাহিম ও তাজ উদ্দিন। আর্জেন্টিনার ক্লাব সোল দে মায়োতে যোগদানের পর থেকেই অনিশ্চিত হয়ে পরে জামাল ভূঁইয়ার এশিয়ান গেমসে খেলা।

অবশেষে শঙ্কা সত্যতে পরিণত হলো। এশিয়াডে খেলা হচ্ছে না জাতীয় দলের অধিনায়কের। তার পরিবর্তে ইতোমধ্যেই অন্য ফুটবলারকে দলে অন্তর্ভুক্ত করার আবেদন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।

আরও পড়ুন…বাড়তি দামেই কিনতে হচ্ছে নিত্যপণ্য, দিশেহারা ভোক্তা

লম্বা সময়ের জন্য তার দল তাকে ছাড়বে না। আর সে কারণেই এশিয়ান গেমসে খেলবেন না বলে জানিয়েছেন জাতীয় দলের এই মিডফিল্ডার। ইতোমধ্যেই বাফুফেকে বিষয়টি জানিয়ে দিয়েছেন জামাল।

জামাল ছাড়াও আরও দুজনের বদলি চেয়েছে বাফুফে। এরা হলেন, মোহাম্মদ ইব্রাহিম ও তাজ উদ্দিন। এই তিনজনের বদলি হিসেবে মোহাম্মদ হৃদয়, পাপন সিং ও রহমত মিয়ার নাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে পাঠিয়েছে ফেডারেশন।

শুক্রবার (২৫ আগস্ট) রাতে সোল দে মায়োর হয়ে অভিষেক হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না সুইডেন প্রবাসি এই ফুটবলারের। বাফুফের থেকে ছাড়পত্র না নেওয়ায় এখনই দলটির হয়ে মাঠে নামতে পারছেন না তিনি।

ছাড়পত্র পেলে তবেই নতুন জার্সি গাঁয়ে অভিষিক্ত হবেন তারকা এই ফুটবলার। ধারণা করা হচ্ছে ২৭ আগস্টের আগেই বাফুফের সঙ্গে ছাড়পত্রের জন্য যোগাযোগ করবে জামাল। আর ৩০ আগস্ট দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

আরও পড়ুন…দীর্ঘ হচ্ছে রোহিঙ্গা সংকট, ছয় বছরেও দেশে ফেরা হয়নি

এর আগে গত শুক্রবার (১৮ আগস্ট) ক্লাবটি জামালকে আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে উপস্থাপন করেছে। ইতোমধ্যে সেই ক্লাবের হয়ে অনুশীলনও শুরু করেছেন লাল সবুজের তারকা এই মিডফিল্ডার।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us