ফখরুলের পর চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন আব্বাস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছেন। তার দুই দিন পরেই দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও চিকিৎসার জন্য সেখানে গিয়েছেন। সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।

Islami Bank

শনিবার (২৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে বিমানের একটি ফ্লাইটে (বিজি ৫৮৪) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাস।

আরও পড়ুন>> বিএনপি যতই লম্ফ ঝম্ফ করুক নির্বাচন হবে সংবিধানের আলোকেই -কৃষি মন্ত্রী

সিঙ্গাপুরের কোন হাসপাতালে মির্জা আব্বাস চিকিৎসা নেবেন এবং কবে দেশে ফিরবেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

one pherma

এর আগে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। এ সফরে তার সঙ্গে রয়েছেন স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুহ। এবার তার ফলোআপ করানোর কথা রয়েছে।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী মো. ইউনুস আলী এ তথ্য নিশ্চিত করেন। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us