বউও আমাকে ‘হাবু ভাই’ বলে ডাকে

বিনোদন প্রতিবেদক

বিয়ে করে খবরের শিরোনামে রয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেতা চাষী আলম। ধারাবাহিকটিতে ‘হাবু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক খ্যাতি পেয়েছেন এই অভিনেতা। এরপর থেকে অভিনেতাকে সবাই ‘হাবু ভাই’ বলে ডাকেন।

Islami Bank

শুধু ভক্তরাই নন, বিয়ের পর অভিনেতার স্ত্রী তুলতুলও নাকি ‘হাবু ভাই’ বলেই ডাকছেন চাষী আলমকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন এই অভিনেতা। শুক্রবার (২৫ আগস্ট) বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চাষী আলম। পারিবারিক ভাবে বিয়ে হলেও স্ত্রীর সঙ্গে বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল চাষী আলমের।

আরও পড়ুন…৬ মাসের মধ্যে বীর মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা নিষ্পত্তির নির্দেশ

কেমন আছেন এই অভিনেতা? জানতে চাইলে শনিবার (২৬ আগস্ট ) দুপুরে চাষী বলেন, ব্যাচেলর পয়েন্ট’ নাটকে ‘হাবু ভাই’ চরিত্রটিতে অভিনয় করার পর থেকে সবাই আমাকে এই নামেই সম্বোধন করেন।

one pherma

আর বিয়ের পর তো এমন হয়েছে যে,‘আমি আগেও বলেছি বিয়ের পরও বলছি, সেই আগের মতোই আছি আমি। শুধু একটু পরিবর্তন, চার সদস্যের আমার পরিবারে একজন সদস্য বেড়েছে। এখন আমরা পাঁচজন হয়ে গেলাম। মনে হচ্ছে এত অল্প সময়েই আমার বউ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিশে গেছে।

এ সময় স্ত্রীর প্রশংসা করতেও ভোলেননি চাষী আলম। তিনি বলেন, ওপরওয়ালা তুলতুলকে আমাকে মিলিয়ে দিয়েছে। আমার বউটা লক্ষ্মী। সে খুবই আধুনিক এবং স্টাইলিস্ট। আমার মনে মতো। তুলতুলের চুল ও চোখ বেশি পছন্দ আমার। ওর চোখে গভীর মায়া আছে।

এবার ঈদে মুক্তি পায় চাষী আলম অভিনীত বেশ কয়েকটি নাটক। যা ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে ছিল বেশ কয়েক দিন। ওই নাটকগুলোর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে কাজল আরেফিন অমি নির্মিত দুটি নাটক ‘কিডনি’ ও ‘ফিমেল-৩’।।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us