ফের জিম্বাবুয়ের প্রেসিডেন্ট হলেন নানগাগওয়া

দ্বিতীয়বারের মতো জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ‘কুমির’ নামে খ্যাত এমারসন নানগাগওয়া। তিনি ৫২ দশমিমক ৬ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে বলে শনিবার দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে।

Islami Bank

বিরোধীরা দাবি করেছে, ব্যাপক ভোট কারচুপি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা জানিয়েছেন, গণতান্ত্রিক মানদণ্ড ছিল না ভোটে।

আরও পড়ুন>> থেমে যাওয়া গাড়িতে ট্রেনের ধাক্কায় ৩ পুলিশ নিহত

one pherma

নানগাগওয়া জিম্বাবুয়ের তৃতীয় প্রেসিডেন্ট। প্রবীণ শাসক রবার্ট মুগাবের বিরুদ্ধে ২০১৭ সালের একটি অভ্যুত্থানের পর তিনি প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পান। তবে দেশটির নাগরিকরা এখনও উচ্চ মুদ্রাস্ফীতি, দারিদ্র্য এবং ভয়ের পরিবেশের মুখোমুখি। দেশটিতে গত মাসে বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির হার ছিল। জুলাই মাসে দাম আগের বছরের তুলনায় ১০১ দশমিক ৩ শতাংশ বেড়েছে। দেশটিতে বেকারত্বের হারও ব্যাপক।

নানগাগওয়া যখন প্রথম প্রেসিডেন্ট হন, তখন নির্মমতার জন্য তিনি ‘কুমির’ নামে পরিচিতি পান।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us