ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ২৩২৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ পর্যন্ত ৫৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৩২৭ ডেঙ্গু রোগী। এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৪ হাজার ৫১১ জন।

Islami Bank

রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন>> ইবিতে অকেজো সিসি ক্যামেরা: নিরাপত্তা শঙ্কায় শিক্ষার্থীরা

এতে জানানো হয়, শনিবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৩২৭ জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৯২০ জন এবং ঢাকার বাইরের বাসিন্দা এক হাজার ৪০৭ জন।

one pherma

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ১৪ হাজার ৫১১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৪ হাজার ৪০৯ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬০ হাজার ১০২ জন। এখন পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫ হাজার ৬৬৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫০ হাজার ৬০ জন এবং ঢাকার বাইরের ৫৫ হাজার ৬০৪ জন।

দেশে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হয় ২০০০ সালে। এরপর থেকে প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে দেশব্যাপী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ৩৫৪ জন। ওই সময়ে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছিল।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us