কেউ আমাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না: নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় তারকা মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। প্রায় এক দশক ধরেই কাজ করছেন মুম্বাইতে। তবে পায়ের তলায় মাটি পেয়েছেন ২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার আইটেম গান ‘দিলবার’-এ নেচে। আইটেম গার্ল হিসেবে রাতারাতি তারকা বনে যান তিনি। এরপর একে একে ‘কামারিয়া’, ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘মানিকে মাগে হিতে’, ‘জেহড়া নেশা’র মতো সুপারহিট গানে নেচে যাচ্ছেন এই মডেল।

Islami Bank

নাচে সফল হলেও অভিনেত্রী হিসেবে এখনও জ্বলে উঠতে পারেননি নোরা। বলিউডের কোনো সিনেমায় তাকে মূল চরিত্রে নেওয়া হয়নি। কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেটা পার্শ্ব চরিত্রে।

আরও পড়ুন>> ডেঙ্গুতে মৃতের সংখ্যা সাড়ে ৫০০ ছাড়াল, হাসপাতালে ২৩৩১

কিন্তু কেন নায়িকা চরিত্রে নোরা সুযোগ পাচ্ছেন না? এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার মনে হয় না, আমি নাচি বলে আমাকে নায়িকা চরিত্রে নেওয়া হয় না। আমাদের আইকনিক নায়িকারাও ড্যান্সার ছিলেন এবং দারুণ কাজ করে গেছেন। তারা আইটেম গানেও বাজিমাত করেছিলেন। এটা (আইটেম ড্যান্সার) নায়িকা হওয়ার একটা অংশ শুধু। আসলে কেউ আমাকে নিয়ে প্রথম ঝুঁকিটা নিতে চায় না; তারা হয়ত ভাবে, দেখা যাক, কে তাকে নেয়। যদি সে সব দিক দিয়ে ভালো করে, মানে অভিনয় দক্ষতা, উপস্থিতি, গ্ল্যামার, ভাষাগত দক্ষতা সব উতরে যেতে পারে, তাহলে আমরা সুযোগটা নেবো।

one pherma

নোরা মনে করেন, প্রতি বছর বলিউডে কিছু নির্দিষ্ট পরিমাণ ছবি তৈরি হয়। আর নির্মাতারা সবসময় তাদের চেনাজানা নায়িকা নিয়ে কাজ করেন, নতুনদের সুযোগ দিতে চান না। তার ভাষ্য, ‘ধরুন চারজন নায়িকা সিনেমা করছে এবং তারাই ঘুরেফিরে কাজ পাচ্ছে নিয়মিত। নির্মাতারাও ওই চারজনকে নিয়েই ভাবে, এর বাইরে চিন্তা করেন না।’

বর্তমানে একাধিক সিনেমায় কাজ করছেন নোরা ফাতেহি। তবে কোনও প্রজেক্ট নিয়েই খুব একটা চর্চা নেই। হিন্দির পাশাপাশি তেলেগু অভিনেতা বরুণ তেজের সঙ্গেও একটি সিনেমা করছেন তিনি।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us