চুল বেঁধে ‍ঘুমাতে যাওয়া কি ঠিক?

চুল বেঁধে ঘুমাতে যাওয়া অনেক পুরোনো দিনের রেওয়াজ। কিন্তু এতে চুলের উপকার হয় না ক্ষতি? আসল সত্যিটা অনেকেই জানেন না হয়তো।

Islami Bank

চুল বেঁধে শোওয়ার রীতি বহুকাল ধরেই চলে আসছে। অনেকেই শোওয়ার আগে চুলে বিনুনি করেন। অনেকে আবার রাবার ব্যান্ড বেঁধে শুতে যান। কিন্তু এইভাবে চুল বাঁধা কি চুলের পক্ষে ভালো? বিশেষজ্ঞদের কথায়, চুল বেঁধে শুতে যাওয়া ভালো। কিন্তু কিছু ব্যাপারে নজর না রাখলে এতে ক্ষতিই বেশি।

আরও পড়ুন>> নভেম্বরে আসতে পারে আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি

one pherma

চুল ভালো রাখতে হলে টেনে চুল বাঁধা যাবে না। চুল টেনে বাঁধলে গোড়ায় টান পড়ে। এতে চুল ছিড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এমনকি গোড়াও দুর্বল হয়ে যেতে পারে। তাই চুল ভালো রাখতে একটু হালকাভাবে চুল বাঁধুন। এতে গোড়ায় টান পড়ে না। ফলে চুল উঠে যাওয়ার আশঙ্কাও থাকে না।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us