এই সরকারের পতনের মধ্যে দিয়ে গুম-খুনের বিচার হবে: টুকু

এই সরকারের পতনের মধ্যে দিয়ে গুম-খুনের বিচার হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ।

বুধবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে রাজনৈতিক নেতা-কর্মীদের গুম করা হচ্ছে খুন করা হচ্ছে। আমরা বলতে চাই এই রাষ্ট্রীয় বাহিনী দিয়ে যারা রাষ্ট্রের জনগণের সাথে অন্যায় করছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।

আরও পড়ুন>> ড .মুহাম্মদ ইউনূস আমাদের সুখে-দুঃখে নেই, তার জন্য মায়াকান্না কেন’

টুকু বলেন, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একদফার আন্দোলন চলছে। এই অনাচার-অবিচার, গুম-খুনের বিচার এই সরকারের পতনের মধ্যে দিয়ে হবে ইনশাআল্লাহ।

যুবদল সভাপতি বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর অন্যায় অবিচার অত্যাচার করছেন। গ্রেফতার করছেন। এই অত্যাচার অবিচার গ্রেফতার করে কোনো কাজ হবে না আন্দোলন চলবেই।

সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়। গণতন্ত্রে বিশ্বাস করে, স্বাধীনতায় বিশ্বাস করে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ ওধার রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে আছি এবং থাকবো। দেশনেত্রীকে মুক্ত করবো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান মানববন্ধনে সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, রুহুল আমিন আকিল, মাহবুবুল হাসান পিংকু, গোলাম মোস্তফা সাগর, হারুনুর রশীদ শিশির, মহসিন মোল্লা, শাহ আলম চৌধুরী, সাব্বির আহমেদ দীপু , জাভেদ হাসান স্বাধীন, সহ-সাধারন সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, শাহ নাসিরুদ্দীন রুমন, প্রচার সম্পাদক করিম সরকার, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, সুমন দেওয়ান, আমান উল্লাহ বিপুল, পার্থদেব মন্ডল, আমিনুর রহমান আমিনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us