ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ২৩৬৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ৩৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Islami Bank

বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা সিটিতে ৮৯৯ জন এবং সারা দেশে ১ হাজার ৪৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১৩২ জন। এর মধ্যে ঢাকা সিটি থেকে ৮২৪ জন এবং দেশের বিভিন্ন হাসপাতালে থেকে ১ হাজার ৩০৮ জন ছাড়পত্র পেয়েছেন।

আরও পড়ুন>>  আওয়ামী লীগ রক্ত দিয়ে এদেশের গণতন্ত্র এনেছে: প্রধানমন্ত্রী

one pherma

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত ৭ জনের মধ্যে ৫ জন ঢাকা সিটির এবং ২ জন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৪২২ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ১৫৪ জন মারা যান।

চলতি বছরের ৩০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ ২১ হাজার ৫০০ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৫৭ হাজার ১৪৬ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৬৪ হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us