ফরিদপুরে ১৩ মামলার আসামি গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় জাহিদ শেখ (৪০) নামে নারী নির্যাতনসহ ১৩ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া জাহিদকে বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

Islami Bank

জাহিদ শেখ উপজেলার ইউনিয়নের গুনবহা গ্রামের মান্নান শেখের ছেলে। তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ মোট ১৩টি মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন>> খাদ্যবান্ধব কর্মসূচীর চাল চুরির চেষ্টা, গ্রেফতার ২

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বোয়ালমারী উপজেলার গুনবহা তালতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

one pherma

থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি ফরিদপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইবুনাল জাহিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ার আসামি জাহিদ শেখের অনুপস্থিতিতে ১বছরের সশ্রম কারাদণ্ডের রায় দেন। রায়ের পূর্ব থেকেই সে পলাতক ছিল। এ ছাড়াও তার বিরুদ্ধে চুরি, মারামারি, মাদক, দ্রুত বিচারের অপরাধ, সরকারি কাজে বাধাদানসহ সর্বমোট ১৩টি মামলা চলমান রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, গ্রেপ্তারকৃত আসামি জাহিদ শেখের নামে মোট ১৩টি মামলা রয়েছে। তার নামে ১ বছরের সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us