কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিদেশিরা আমাদের জিজ্ঞেস করে ‘তোমরা কি আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছ? তোমরা তো ভিক্ষুকের জাতি ছিলে। কীভাবে বাংলাদেশকে এত উন্নত করলে!
রবিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কদমতলী পিএনপি শহীদ ফারুক মো. ইকবাল উচ্চবিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন…বেঙ্গল মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হলেন স্বস্তিকা
কৃষিমন্ত্রী, শেখ হাসিনা বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছে। দেশে বর্তমানে প্রায় ৪ কোটি টন খাদ্য উৎপাদন হয়। কোনো মানুষ এখন আর না খেয়ে থাকে না।
আব্দুর রাজ্জাক বলেন, দেশের সব জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে। শেখ হাসিনার জন্যই এসব সম্ভব হয়েছে। অথচ তারেক জিয়া বিদ্যুতের টাকা নিয়ে খাম্বা বানায়।
তিনি বলেন, যারা দেশকে গড়বে, উপভোগ করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের জন্য শিক্ষার সুব্যবস্থা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একটি স্কুলে যেন ভালো শিক্ষক, ক্লাসরুম, পরিবেশ থাকে সেটি নিশ্চিত করতে হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.