লিটনকে আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত করল বিসিবি

জ্বরের কারণে এশিয়া কাপের স্কোয়াডে থাকা লিটন দাস বিমান ধরতে পারেননি শ্রীলঙ্কার। শেষ পর্যন্ত তার বদলি হিসেবে উড়িয়ে নেওয়া হয় এনামুল হক বিজয়কে। প্রথম ম্যাচে ওপেনারদের রান খরার ঘাটতিতে খেসারত দিতে হয়েছে টাইগারদের। যার জন্য দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে ম্যাকশিফট ওপেনার হিসেবে খেলানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তাই দলের গভীরতা বাড়াতে সুপার ফোরে ম্যাচের জন্য লিটনকে নিয়ে যাচ্ছেন পাকিস্তানে।

মঙ্গলবার রাত ৯টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে লাহোরে রওয়ানা দেবেন লিটন। এই খবর জানা যায় সোমবার সকালেই। কিন্তু একই দিন (৫আগাস্ট) বিকেলে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, আমার জানা নেই, আমি এই খবরই শুনিনি। ওর (লিটন) সঙ্গে আমার প্রতিনিয়ত কথা হয়, আমাকে তো বলেনি। আমার মনে হয় না ও যাচ্ছে। কারণ, গেলে তো আমি জানতাম। আমার বাসায় নির্বাচকরা আজ (সোমবার) এসেছিল, তারাও তো এই ব্যাপারে বলল না।

আরও পড়ুন>> বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নিরাপত্তা সংলাপ আজ

বিসিবি সভাপতির এমন মন্তব্যে লিটনের সুপার ফোরে ম্যাচে যাওয়া নিয়ে তৈরি হয়েছিলো ধোয়াশা। তবে পরে সব শল্কা উড়িয়ে মধ্য রাতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিসিবি জানায়, পুরোপুরি সুস্থ হয়ে দলে যোগ দিচ্ছেন সহ-অধিনায়ক। সুপার ফোরের ম্যাচে খেলার জন্য পাওয়া যাবে তাকে।

বিসিবির পাঠানো বিবৃতিতে প্রধান নির্বাচক মিনলহাজুল আবেদিন নান্নু বলেন, ‘এশিয়া কাপের স্কোয়াডে কিছু চোট সমস্যা আছে। সেজন্য টিম ম্যানেজমেন্ট মনে করছে বাড়তি খেলোয়াড় থাকা দরকার। আমরা বিসিবির মেডিকেল বিভাগের ছাড়পত্র পেয়েছি। লিটনের স্বাস্থ্য ঠিক আছে জেনে তাকে পাকিস্তান পাঠানোর সিদ্ধান্ত নেই।’

এদিকে লিটন পাকিস্তানে গেলেও তার খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কেননা, নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর পর কোনো দলই নির্দিষ্ট কোনো কারণ ছাড়া স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে না।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us