ফ্ল্যাটে পড়েছিল বিমানবালার রক্তাক্ত দেহ

বন্ধ ফ্ল্যাট থেকে রক্তাক্ত অবস্থায় এক বিমানবালাকে উদ্ধার করা হয়েছে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়।

এই ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ের উপকণ্ঠে। সেখানকার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন তিনি। ২৫ বছর বয়সী ওই তরুণীর নাম রুপাল ওগ্রে। খবর জি নিউজের

খবরে বলা হয়েছে, ভারতের ছত্তিশগড়ের বাসিন্দা ওই তরুণী চলতি বছরের এপ্রিল মাসে ভারতীয় এয়ারলাইন্স সংস্থা এয়ার ইন্ডিয়ার প্রশিক্ষণার্থী এয়ার হোস্টেস (বিমানকর্মী) হিসেবে যোগ দেন।

আরও পড়ুন>> বাংলাদেশ-যুক্তরাষ্ট্র নবম বার্ষিক নিরাপত্তা সংলাপ ‍চলছে

রোববার (৩ সেপ্টেম্বর) আন্ধেরির মারোল এলাকার এনজি কমপ্লেক্সের ফ্ল্যাট থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাটে তরুণীর সঙ্গে থাকতেন তার বোন এবং বোনের প্রেমিক। কয়েক দিন আগে ওই দুইজন ব্যক্তিগত কারণে ছত্তিশগড়ে ফিরে যান। এরপর থেকে বিমানকর্মী ফ্ল্যাটে একাই থাকতেন।

তদন্তে জানা গেছে, রোববার পরিবারের লোকেরা তরুণীকে বারবার ফোন করেও যোগাযোগ করতে পারছিলেন না। এরপর তারা মুম্বাইয়ের বাসিন্দা এক পরিচিতকে ওই তরুণীর ফ্ল্যাটে গিয়ে খোঁজ নিতে বলেন। ওই ব্যক্তি ফ্ল্যাটে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। তিনি স্থানীয় থানায় খবর দেন। পুলিশ ফ্ল্যাটে ঢুকে রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে। হাসপাতালে তরুণীকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এরই মধ্যে ৪০ বছরের বিক্রম অটওয়ালকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে ধৃত ব্যক্তি ওই ফ্ল্যাটে সুইপারের কাজ করতেন।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us