খেলতে খেলতে ১৫ মাস বয়সের ইউসুফ রেললাইনে উঠে পড়ে। হঠাৎ ট্রেন এলে ইউসুফের চাচা আমিরুল ইসলাম (৫৫) দৌড়ে তাকে বাঁচাতে যান। কিন্তু ভাতিজাকে বাঁচাতে পারেননি; নিজেও বাঁচতে পারেননি। মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলার ধোপাখোলা বাউলকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সেখান দিয়ে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল।
যশোর রেলওয়ে পুলিশ চাচা ও ভাতিজার লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ বিষয়ে রেলওয়ে খুলনা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
আরও পড়ুন…টিকটক ক্রিয়েটরদের জন্য কমিউনিটি গাইডলাইন কর্মশালা
নিহত দুজন হলেন সদর উপজেলার ধোপাখোলা এলাকার আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও তাঁর ভাতিজা ১৫ মাস বয়সের ছেলে মোহাম্মদ ইউসুফ। ইউসুফের বাবার নাম মনিরুল ইসলাম।
যশোর রেলওয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ধোপাখোলা বাউলকান্দা এলাকায় রেললাইনের পাশে আমিরুল ইসলাম ও তাঁর ভাতিজা ইউসুফ ঘুরে বেড়াচ্ছিল। ইউসুফকে রেখে কিছুক্ষণের জন্য পাশের ধানখেতে যান আমিরুল।
খেলতে খেলতে ইউসুফ রেললাইনে উঠে পড়ে। এ সময় হঠাৎ ট্রেন চলে আসে। আমিরুল দৌড়ে ইউসুফকে বাঁচাতে যান। এ সময় আমিরুল ধাক্কা দিয়ে রেললাইন থেকে ইউসুফকে সরিয়ে দেন। কিন্তু নিজে ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ইউসুফ রেললাইনের বাইরে পড়ে পাশের সেতুর রেলিংয়ে আঘাত পেয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন…প্রসঙ্গ ড. ইউনূস ইস্যুতে ৪০ বিশ্বনেতাদের চিঠি: ইবি বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ইউনিটের উদ্বেগ
যশোর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, লাশ হাসপাতালের মর্গে আছে। কারও কোনো অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.