অবৈধ কমিটি দিয়ে চলছে যশোর সদর দলিল লেখক কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক

২০১৯ সালে সর্বশেষ নির্বাচনের মাধ্যমে দ্বি-বার্ষিক কমিটি গঠিত হয়। ওই কমিটির সভাপতির মৃত্যুর পর থেকে নিজেরা ভাগাভাগি করে নেতা সেজে বসে আছেন কয়েকজন। তাদের মর্জিতে চলছে কথিত কার্যক্রম। বর্তমানে আবারো নিজেদের মতো করে গোপনে কমিটি গঠনের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, যশোর রেজিস্ট্রি অফিস কেন্দ্রীক ‘সদর দলিল লেখক কল্যাণ সমিতি’ নামে একটি সংগঠন রয়েছে। প্রতি দুই বছর পর পর ভোটের মাধ্যমে এই সংগঠনের দ্বি-বার্ষিক কমিটি গঠন হতো। সর্বশেষ ২০১৯ সালে নির্বাচনের মাধ্যমে এই সংগঠনের কমিটি গঠিত হয়।

আরও পড়ুন…এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা

যার সভাপতি নির্বাচিত হন মোমিনুর রহমান ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন হায়দার আলি এবং যুগ্ম সম্পাদক নির্বাচিত হন হায়াতুর রাজিব রনি। হঠাৎ ২০২০ সালের ১০ অক্টোবর সভাপতি মোমিনুর রহামন মৃত্যুবরণ করেন। এরপর থেকে শুরু হয় অনিয়ম।

সাধারণ সম্পাদক হায়দার আলি নিজের পক্ষের কয়েকজনকে ডেকে নিজেই সভাপতি সেজে বসেন। সাধারণ সম্পাদক করা হয় যুগ্ম সম্পাদক হায়াতুর রাজিব রনিকে, যুগ্ম সম্পাদক করা হয় সহ সম্পাদক নেছার আহমেদকে এবং কমিটির বাইরে থেকে নিয়ে এসে সহ সম্পাদক করা হয় মিজানুর রহমান নামে একজনকে। নামে দ্বি-বার্ষিক কমিটি হলেও নির্বাচিত সভাপতি মোমিনুর রহমানের মৃত্যুর পর এভাবে স্বঘোষিত কমিটি দিয়ে চলছে ৪ বছর।

আরও পড়ুন…একনেকে ১৩ হাজার কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

জানা গেছে, দীর্ঘদিন ধরে সাধারণ সদস্যরা বৈধভাবে কমিটি গঠনের জন্য বারবার তাগাদা দিলেও স্বঘোষিত সভাপতি হায়দার আলি ও সাধারণ সম্পাদক হায়াতুর রাজিব রনির নেতৃত্বাধীন অবৈধ কমিটি সাধারণ সদস্যদের দাবির কোন মূল্যায়ন করেনি।

বর্তমানে আবারও কোন নির্বাচন ছাড়াই নিজেদের মতো করে গোপনে কমিটি গঠনের চেষ্টা করছেন হায়দার আলি ও হায়াতুর রাজিব রনি। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সাধারণ সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

সাধারণ সদস্যদের কয়েকজনের সাথে আলাপকালে তারা জানান, নির্বাচন না দিয়ে এবার গোপনে কমিটি গঠন করার চেষ্টা করলে ফলাফল ভালো হবে না। এমনকি অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে। তাদের মতে,স্বঘোষিত অবৈধ সভাপতি হায়দার আলি এবং সাধারণ সম্পাদক হায়াতুর রাজিব রনি গত চার বছর ধরে সমিতির কোন হিসাব দেন না।

নিজেদের খেয়াল খুশি মতো সংগঠনের টাকা লুটেপুটে খাচ্ছেন। আবারো গোপনে কমিটি গঠনের চেষ্টা করছেন। এটা আমরা সাধারণ সদস্যরা কোনভাবে মেনে নেব না।

এ ব্যাপারে সভাপতি হায়দার আলি কমিটি গঠন সংক্রান্ত বিষয় মুঠোফোনে বলেন, আমার কাছে এই ধরনের কোন খবর নেই। পরিবেশ পরিস্থিতি বা সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা যদি চাই নির্বাচন ছাড়া কমিটি গঠন করতে তাহলে কোন বাধা নেই।

আরও পড়ুন…সমীকরণ মেলাতে পারলেই সুপার ফোর নিশ্চিত

তিনি বলেন গোপনে কমিটি গঠন করার কোন খবর সম্পর্কে আমার কাছে কোন তথ্য নেই। এ ব্যাপারে সাধারণ সম্পাদক হায়াতুর রাজিব রনির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

ইবাংলা/ জেএন

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us