বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবি, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আবারও নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

Islami Bank

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর (শনিবার) ঢাকায় আবারও গণমিছিল করবে দলটির নেতাকর্মীরা।

আরও পড়ুন>> বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

বুধবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

one pherma

ওইদিন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি বিকেল তিনটায় পৃথকভাবে এ কর্মসূচি পালন করবে।

একইদিনে যুগপৎভাবে এ কর্মসূচি পালন করতে এরই মধ্যে সমমনা দল এবং জোটের নেতৃবৃন্দকে বিএনপির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এর আগে সর্বশেষ গত ১১ আগস্ট এক দফা আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে বিএনপি। সেদিন দুপুর ৩টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আয়োজনে পৃথক দুটি গণমিছিল হয়।

ইবাংলা/এসআরএস

মন্তব্যসমূহ বন্ধ করা হয়েছে.

Contact Us